IQNA

ক্রিসমাস উপলক্ষে জার্মানের দারুল কুরআন প্রকাশ করেছে;

অডিও | হযরত ঈসা (আ.)এর ব্যাপারে নাযিলকৃত আয়ত তিলাওয়াত করলেন মোস্তাফা ইসমাইল

0:02 - December 27, 2020
সংবাদ: 2612019
তেহরান (ইকনা): জার্মানের দারুল কুরআন ক্রিসমাস এবং আসন্ন নববর্ষ উপলক্ষে হযরত ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কুরআনের আয়াতের তিলাওয়াত প্রকাশ করেছে।

মিশরের খ্যাতনামা ক্বারি মোস্তাফা ইসমাইল সূরা নিসার ১৭১ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

«يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا»


হে গ্রন্থধারীরা! নিজেদের ধর্মীয় বিষয়সমূহকে অতিরঞ্জিত কর না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া (অন্য কথা) বল না; মারইয়াম-তনয় ঈসা মসীহ্ শুধু আল্লাহর একজন প্রেরিত পুরুষ এবং তাঁর বাণী (সৃষ্টিমূলক নির্দেশ) যা তিনি মারইয়ামের ওপর প্রক্ষিপ্ত করেছিলেন ও তাঁর পক্ষ থেকে একটি রূহ ছিল। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং (খবরদার!) এ কথা বল না, ‘(আল্লাহ) তিন জন’; এর থেকে বিরত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ একমাত্র অদ্বিতীয় উপাস্য, তিনি এ (ত্রুটি) থেকে সম্পূর্ণ মুক্ত যে, তাঁর কোন পুত্র থাকবে। যা কিছু নভোমণ্ডল ও ভূমণ্ডলে আছে সব তো তাঁরই; এবং কার্যনির্বাহের জন্য আল্লাহই যথেষ্ট।

উল্লেখ্য যে, জার্মানের দারুল কুরআন হামবুর্গের ইমাম আলী (আ) ইসলামিক সেন্টারের সাথে সম্পর্কিত এবং সোশ্যাল মিডিয়াতে এই প্রতিষ্ঠানটি বেশ সক্রিয়ভাবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের অন্তর্গত ওয়েব পেজসমূহে ইসলামিক বিশ্বের বিশেষত মিশর ও ইরানের ক্বারিদের অনন্য তিলাওয়াতের অডিও ও ভিডিও আপলোড করে। iqna

 

captcha